আমার কাজে লাগবে এমন কিছু কুরআনে আছে কি ? কুরআন সম্পর্কে একটি প্রচলিত ধারণা হলোঃ এটি একটি উচ্চমার্গের ধর্মীয়, নৈতিক, ঐতিহাসীক বই, যা-তে বড় বড় জটিল ব্যাপারগুলোই শুধু বলা আছে। দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সাধারণ ব্যাপারগুলোর জন্য কুরআন নয়। যেমন আমরা কিভাবে কথা বলবো, কিভাবে বেড়াতে যাবো, কীভাবে বাচ্চাদের বিছানা দেবÑ এসব খুঁটিনাটি সাধারণ দৈনন্দিন ব্যাপারের জন্য কুরআন নয়। আসলে কী তা-ই? দেখা যাক মানুষের ¯্রষ্টা আল্লাহ তায়ালা নিজে আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য কি শিখিয়েছেনÑ কথা বলা ১) যখন আমি বনী ইসরাঈলদের কাছ থেকে (এ মর্মে) প্রতিশ্রæতি নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত করবে না এবং মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজন, এতীম-মেসকীনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামায প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে; (কিন্তু এ সত্তে¡ও) তোমাদের মধ্যে সামান্য কিছুসংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতপর ফিরে গেছে, এভাবেই তোমরা (প্রতিশ্রæতি থেকে) মুখ ফিরিয়ে নিয়েছিলে। ২ : ৮৩। ২) হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং (...